Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স নিতে আবেদনকারীদের অনুরোধ করছে বিআরটিএ
Details

বিজনেস আওয়ার প্রতিবেদক: করোনা মহামারিসহ নানা জটিলতায় স্মার্টকার্ড ছাপা এবং সরবরাহ বন্ধ থাকায় স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দিতে পারছিল না বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তবে সে জটিলতা কাটিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং শেষ হয়েছে। তাই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গ্রাহক সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে কার্ড নিতে অনুরোধ জানিয়েছে।

ড্রাইভিং লাইসেন্স বিতরণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিতরণের জন্য অপেক্ষমান ১১ লাখ ৬৭ হাজার ৮৯৬টি ড্রাইভিং লাইসেন্স ইতোমধ্যে প্রিন্ট করে বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেল অফিসে পাঠানো হয়ছে। এরমধ্যে প্রায় ৭ লাখ লাইসেন্সের বিতরণ শেষ করা হয়েছে। অবশিষ্ট লাইসেন্স বিতরণের জন্য আবেদনকারী বরাবর সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে এসএমএস পাঠানো হচ্ছে।

লাইসেন্স সরবরাহের তথ্য বিআরটিএ’র ওয়েবসাইট (www.brta.gov.bd)-এ আপলোড করা হয়েছে। ওয়েব সাইটের http://my.brta.gov.bd/dl_status.php লিংকে ক্লিক করে লাইসেন্স গ্রহণের তথ্য জানা যাবে।

এমতাবস্থায়, বিআরটিএর ওয়েবসাইটের নির্দিষ্ট লিংক থেকে তথ্য জেনে সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে chairman@brta.gov.bd ইমেইলে পাঠানোর অনুরোধ করা হলো।

বিআরটিএ সূত্রে জানা যায়, যারা ২০২১ সালের জুনের আগে বায়োমেট্রিক দিয়েছিলেন তাদের সব লাইসেন্স প্রস্তুত রয়েছে। ওয়েব সাইটে চেক করে তারা সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে ডেলিভারি নিতে পারবেন।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২২/এএইচএ


Images
Attachments
Publish Date
07/10/2022
Archieve Date
26/10/2023